কবিতা :-বদ্যি পাড়ার নলিন খুড়ো        
             মনোজ ভৌমিক


বদ্যি পাড়ার নলিন খুড়োর মাথায় বড় টাক,
দিনের বেলায় পরচুলেতে রাত্রে রাখেন ফাঁক।


ষাটের কাছে বয়স হলেও ভাবেন নিজকে নায়ক,
ইয়াং মর্ডান লেডি দেখলেই হয়ে যান তিনি গায়ক।


পাড়ার ছেলে পল্টু কুমার বুড়োর রঙ্গ দেখেন বেশ,
অফিস যাওয়া বাসে দেখেন খুড়োর নিত্যনতুন কেশ।


হঠাৎ বাসে উঠে আসা মর্ডান লেডি দেখেন যখন,
সিনিয়র সিটিজেন সিটটি তিনি খালি করে দেন তখন।


"হায় সুইটি! কাম হেয়ার," বসতে বলেন তারে।
শুরু করেন যেচে আলাপ যেন ইয়াং ছেলের সুরে!


পল্টু কুমার জিদ ধরলো আজ খতম বুড়োর খেল,
সামনে গিয়ে বললো," খুড়ো পাকলো নাকি বেল?"


এই কথাতে নলিন খুড়ো উঠলো হঠাৎ রেগে,
রাগের ঘোরে মাথায় হাত,টাকটি উঠলো জেগে।


দাঁড়ান ম্যাডাম," হাই ওল্ডম্যান!" মুচকি হাসেন,"ভেরি নাইস টাল!"
বাসের মধ্যে হাসির রোল," হায়! হায়! হায়! বুড়ো বয়সে একি  হাল!!"