কবিতাঃ-বদলাবি কবে রঙ
✍️ মনোজ ভৌমিক


এক চিলতে সিঁদুর দিয়ে সীমন্ত রাঙালি আজ!
কনের সাজে সাজলি তুই ভাঙলি কুমারী সাজ!!
ভালোবাসার লাল রঙেতে আগামী জীবন কথা,
পুতুল পুতুল খেলা বুঝি আজ সাঙ্গ হবে হেথা!


রিক্ত হলো বাবার বুক শূন্যতায় মা'র ঘর!
এখন আপন করতে হবে নতুন করে পর!!
কেন রে মেয়ে? তুইই কেন?উড়বি পাখির মত?
এ গাছ ও গাছ ফিরে ফিরে হবি বৃদ্ধাশ্রমে হত!!


তোষামোদে ঐ জীবনটাকে এবার মুছেই ফেল,
দুর্গা থাক বুকের ভেতর সময়ের সাথে খেল।
পদবীর ঐ সংশয়টা মিটিয়ে নেওয়া ভালো,
"পরের ধন" শব্দটা আজ ভাবনায় বড় কালো।


বদলে দে না  সমাজটাকে বদলা পুরানো ঢঙ!
শঙ্খ বলয় শৃঙ্খল তোর বদলাবি কবে রঙ!!
গার্গী-মৈত্রেয়ী-খনারা করেছিল এদেশে সংগ্রাম,
অতি সহজে দেয়নি ওরা  স্বীকৃতি ও সম্মান।


দিকে দিকে সোচ্চার হচ্ছে আজকের নারী জাতি,
বদলে যাবে সকল কিছু বদলাবে কী ঐ রীতি!!
এক চিলতে সিঁদুর দিয়ে আর কতদিন বল!
নিজের সাথে নিজেই তুই করতে থাকবি ছল!!