কবিতাঃ-বদলানো চাই
✍️ মনোজ ভৌমিক


কারো হাতেই নেইকো সময়
        সবার রয়েছে তাড়া,
ব্যস্ত সবাই মুঠোফোনে
         এটাই কালের ধারা।


সময় এখন বদলে গেছে
      দিন বদলের পালা,
চোখ কানটা খুলেই রেখো
     নিও না মনে জ্বালা।


সময়ের সাথে চলতে হবে
     বলছে এটাই নিয়ম,
নইলে তোমায় বুঝতে হবে
      সভ্যতায় তুমি কম।


বদলে গেছে শিক্ষা দীক্ষা
        বদলেছে সংস্কৃতি,
বিবেকটাকে লুকিয়ে রাখো
       নইলে বিশাল ক্ষতি।


মিডিয়ায় জুড়ে দেখো তুমি
         বড় অদ্ভুত ছবি,
প্রৌঢ় প্রৌঢ়া হয়েছে নবীন
      চেহারায় শরৎ রবি!


ভাবনা এখন বদলে গেছে
      বদলেছে বেশভূষা,
সংস্কারের আজকে তুমি
  রেখো না কোনো আশা।


যেমন খুশি তেমন সাজো
    সময়ের কথা ভাই,
নইলে তোমার এ সমাজে
    থাকবেনা কোনো ঠাঁই।