কবিতাঃ- বদলাতে হবে চাল
✍️ মনোজ ভৌমিক


দিবস যতই ফলাও হোক
ভাবনা কিন্তু একই,
বৈদিক থেকে মহাভারতেও
এখনো তো তাই দেখি!


নারীর প্রতি ভাবনা চিন্তা
আজও আগের মতো,
কাগজ কলম মিডিয়াতে
ওরা শুধুই জাগ্রত।


সম অধিকার কথাটায়
উঁকি দিয়ে দেখো তুমি,
ভাবনাগুলো ব্রাত্য ওখানে
পোড়ো বঞ্জর ভূমি।


হাততালি দিয়ে যে সমাজ
ওড়ায় নারী নামে ধ্বজা,
তারাও দেখি গোপন ধর্ষক
লোটে শরীরের মজা।


শিশুকন্যা ও ভ্রূণ হত্যা
অবাধে চলে গোপনে,
কন্যা সন্তান বোঝ নয়কি
মধ্যবিত্তের মননে!


নিজ দক্ষতায় যে নারী আজ
করেছে ভুবন ধন্য,
একটু ওদের হৃদয় খোঁজো
পেয়েছে কি সে সৌজন্য!


সময়ের সাথে নিজ বড়াই
করছে পুরুষ জাতি,
আধিপত্যের দম্ভ নিয়েই
খেলছে কপট অতি।


বলতে পারিস পুরুষ তুই
নামটি কোথায় পেলি!
নারীর গর্ভে জন্মে তুই
রাবণ কেন রইলি!!


সত্যি কথা বলতে আজ
নেই তো কারুর মানা,
পুরুষ তোর দম্ভ শুধুই
নারীতেই যায় গোনা।


ভাবছো মিছে রইবে নারী
অবলাই চিরকাল,
দিচ্ছে ডাক দিন বদলের
বদলাতে হবে চাল।