কবিতাঃ- বদল হোক এবার থিম
✍️ মনোজ ভৌমিক


শরৎ শিশির মেখে পায়ে
আসছে ধরায় উমা,
ল্যাংটো শিশু দাড়িয়ে আছে
নেই তার গায়ে জামা!


ভুবন জুড়ে খুশির আমেজ
ঘরেতে কাঁদছে শ্যামা,
হাভাতে ঘরে জন্মের ফলে
শিক্ষায় পড়লো ধামা।


মাজবে বাসন দোরে দোরে
কিংবা বেলবে রুটি,
বোঝাবি কি তুই কিইবা ছিল
ওদের জীবনে ত্রুটি?


গগনচুম্বী অট্টালিকায়
চারদিনের ঐ দেবী,
চারিদিকে আলোর শিখায়
দেখবো নানান ছবি।


বল না উমা,ওদের জন্য
কত সুখ তোর জমা?
লক্ষ কোটি শ্যামা ও শিশু
কেন দুবেলা খায় হামা??


কেন রে মা, এমন কেন
নিয়ম, নীতি, বিধান?
বিভেদ কেন তোর দুচোখে?
কবে হবে সমাধান??


আসতে হলে আয়না তুই
দৃষ্টি সমান নিয়ে,
বদল হোক এবার থিম
ওদের হৃদয় ছুঁয়ে।