কবিতাঃ-বৈশাখী ঝড় (সনেট)
✍️ মনোজ ভৌমিক


তপন প্রতাপে তপ্ত এই বসুন্ধরা,
হাহাকার চারিদিকে বিলাপ সন্তাপ!
তৃষিত মেদিনী হতে উদিছে উত্তাপ!!
ত্রাহি! ত্রাহি! রবে কাঁদে রিক্তা সসাগরা।


চাতকের আর্তনাদ বিষন্ন অম্বর,
প্রকৃতির বুকে হেরো মৃত্যুর তর্জন!
সায়াহ্নে দিগন্ত ভীত ভীমের গর্জন,
রণযুদ্ধের দুন্দুভি হয় সাড়ম্বর।


গোধুলি রাঙিয়ে ওঠে স্তব্ধ চারিধার,
হিল্লোলিত জটাজাল ধুম্র বর্ণ কেশ,
মৃদঙ্গ ডমরু বাজে ভয়ঙ্কর বেশ!
নিভিল প্রকাণ্ড ভানু নামিল আঁধার!!


ক্ষণেকে উন্মাদ নৃত্য জাগে কালবেলা,
ধ্বংসের মাঝে সৃষ্টি নিত্য করে খেলা।