কবিতাঃ- বন্ধ দেওয়াল ঘড়ি
✍️ মনোজ ভৌমিক

সাত সকালে গিন্নী আমার
চেঁচিয়ে বলেন যা তা,
দেখতে কী পাওনা কিছুই?
খেয়েছো চোখের মাথা??

দু’দিন থেকে দেওয়াল ঘড়ি
দেখছো রয়েছে বন্ধ,
তবুও তুমি রয়েছো চুপ
চোখ থাকতেও অন্ধ?

দাঁত বার করে হাসো কেন
বসে সোফার 'পরে?
জানো নাকি ওই বন্ধ ঘড়ি
কু-খবর আনে ঘরে!

চুপটি করে দেখতে থাকি
শ্রীময়ীর ক্রুদ্ধ মুখ,
খানিকপরে বুঝিয়ে বলি
কোরো নাকো মন দুখ।

বদলে দেবো সেল ঘড়ির
চলবে নতুন তালে,
তোমার মনের কু-ভাবনা
হয়ত যাবেই চলে।

বলতো গিন্নী,ভুবন জুড়ে
আজ বন্ধ ঘড়ি কত!
সবার ঘরই পেয়েছে কি
দুঃসংবাদ শত!!

বদলে গেছে সময় গতি
একবিংশ এ শতাব্দী,
তোমার মনের কু-সংস্কার
বদলানো আজ অবধি!

বুঝিয়ে তুমি বলতে পারো
আমায় সহাস্য মনে,
বড় প্রয়োজন ঐ যন্ত্রের
গতিময় এ জীবনে।

ভাবনা তোমার যাইহোক
মনটা ভীষণ ভালো,
সময় মত সব যন্ত্রের
মেরামত কথা বলো।