কবিতা:- বন্ধুত্ব হয়েছে অনেক মেকি
            মনোজ ভৌমিক


সমস্যাগুলি যখন আসে একটু একটু করে,
মানুষ তখন বুঝতে শেখে  নিজকে ঠিক করে।


হঠাৎ করে সেই সময়ে যদি সে ভেঙে পড়ে,
বন্ধুরা সব হাসতে থাকে বত্রিশ দাঁত ফেঁড়ে।


তেমন বন্ধু কোথায় আছে বলো আজকে আমারে?
দু;খের দিনে সামনে এসে হাত দুটি চেপে ধরে!


পয়সা থাকলে অনেক বন্ধু আসবে তোমার ঘরে,
খোঁজও নেবে ওই মুঠোফোনেতে,"কেমন আছিস ওরে?"


ইনিয়ে বিনিয়ে কত কথা বলবে ঘণ্টা ধরে,
অযাচিত উপঢৌকনে ঘরটা দেবে ভরে।


মিষ্টি কথায় মন ভোলাবে স্মিত হাসি্টি হেসে,
বলবে তোমায় আদর দিয়ে,"থাকিস মনের দেশে।"


ওই বন্ধুত্বে নেই গো ভাই প্রাণের পরিচয়,
বন্ধু সে জন,যে তোমার জন্য নিজেরে করে ক্ষয়।


আজকে কিন্তু বন্ধুত্ব হয়েছে অনেক মেকি,
যেমন করে মেঘ বাদলে ঐ সূর্যটা যায় ঢাকি।