কবিতা:- বড়বাবু রথীকান্ত
              মনোজ ভৌমিক


হেড অফিসের বড়বাবু নামটি তার রথীকান্ত,
পুরানো তার চলনবলন, আধুনিক তার মন তো!


পায়ের উপর পা'টি রেখে চেয়ার বসে বড় শান্ত,
বলেন তিনি বেয়ারাকে,"একটা চুরুট কিনে আন তো।"


" বলেন কি গো বড়বাবু! এখন চুরুট কোথায় পাই!!
চলুন না বাবু ঐ কোণে বসে গাঁজায় দম লাগাই।"


এই কথাতেই বড়বাবুর মেজাজটা উঠলো ক্ষেপে,
চিল্লিয়ে তিনি বলেন ,শিগগির রাস্তাটা নে মেপে।"


বেয়ারা তো ভাই বড়ই সেয়ানা মানাতে জানে ভালো,
বেহায়া হাসি হেসে বেটা বাবুর পা টিপতে বসলো।


নেকো সুরে ঘাড় দুলিয়ে শোধায়,"কি যে বলেন কত্তা!
আপনি তো আমার মাই- বাপ,হত্তা কত্তা বিধাতা। "


কথার জালে বড়বাবু  একেবারে গলেই হলেন জল,
গাঁজার ছিলিমে দম নিয়ে তার মন হলো চঞ্চল।


এদিক ওদিক তাকিয়ে বলেন," বাইরে যা রাখহরি,
এখন হেথায় চাই যে আমার ইয়াং সেক্রেটারি। "


এই কথাতেই রাখহরির চোখটি হলো ছানাবড়া,
বুড়ো বয়সের ভীমরতিতে অকালে যে পাকে আমড়া!!


রাখহরি বড়ই চতুর,বাইরে গেলো সে সত্যি সত্যি,
গুপ্ত জানালায় চোখ রেখে দেখে বুড়োর দৌরাত্ম্যি।


এমনি কত আজব নেশা আজ দেখছি এ দুনিয়ায়,
পদের নাচনে নাচেন ওরা অবৈধ প্রেমের খেলায়।