কবিতা:- বর্ণচোরা মানুষ
            মনোজ ভৌমিক


ঘুমভাঙা চোখ নিয়ে ও ব্যর্থ মুঠোফোনে,
আনমনে এসেছিলো সে কলিং বেল শুনে।
ঘৃণাভরা দৃষ্টি, বললে,"যাও চলে,"
শুনলোনা একটিও কথা সেদিন সকালে।


প্রভাত সূর্য সাক্ষী দেখলো যে তাকিয়ে,
অপমানি তনুমন দেখে চেয়ে ঘুরেফিরে।
ক্লান্ত অবসন্ন মন বিষাদিত হয়,
"হাঁ ঈশ্বর এই কি আজ মানুষী পরিচয়! "


উদাসী শহর জানে মানুষী আর্তনাদ,
ঐশ্বর্য আভিজাত্যে দিন প্রণিপাত।
ও কি করে বুঝবে বলো ও মানুষের ভাষা!
অন্ধ ওই মনে যে আজ পরকীয়া বাসা।


অপমান বুকে সয়ে চলে যায় ও মানুষ,
বর্ণচোরা ওরা যে আজ,রঙের ফানুশ।