কবিতা:- বর্ষা আবেশিত বসন্তে
          মনোজ ভৌমিক


লুকোচুরির খেলা খেলতে আজকাল সবাই ভালোবাসে,
ভালোই লাগে যদি মধূমাসে অকাল বরিষণ আসে।
শীতের চাদর গায়ে ঢেকে আজকে খুঁজবে তুমি কাকে...!!
বিবাগী মনে যদি তোমায় ওই বসন্ত দূত ডাকে---


সিক্ত ডানায় গান যদি গায়,ভ্রমর ফুলের প্রাণে!
কুসুমকাননে নাচে যদি প্রজাপতিরা আপন মনে!!
পলাশ রাঙা মনটা যদি তখন খুঁজে ফেরে আমায়!
বোলো তুমি ওই যক্ষ মেঘে,বৃষ্টিকে যেন থামায়।


থামবে বৃষ্টি, মেঘ রোদ্দুর, সেই লুকোচুরি খেলা,
পলাশ শিমুল অশোক নিয়েই তোমার খুশির বেলা।
আমার এখন অলস দুপুর, সন্ধ্যা ঘনিয়ে আসে,
নিয়ম মাফিক সূর্যি ডোবে ওই দিগন্তেরই শেষে।


তোমার বসন্ত বড়ই রঙীন, বৃষ্টি ভেজা দিনে,
পাড়ি দেওয়া দূর অজানায় আপনারে নেবো গো চিনে ॥