কবিতা:- বয়ঃসন্ধিতে
✍️ মনোজ ভৌমিক


বারোর কথা ভাবতে গিয়ে
মনটা ওঠে কেঁপে,
হেমন্ত দিনে যেমনি করে
বৃষ্টি আসে ঝেঁপে।


ঐ মহাকাব্য খুঁজতে গিয়ে
ভাবনায় চোখ রাখি,
শ্রীরাম চন্দ্রের বনবাস
চোদ্দ বছরের দেখি!


পাণ্ডবদের অজ্ঞাতবাস
ঐ বারোয় ছিল ঢাকা,
বারোর প্রভাব জীবন অঙ্কে
রয়েছে সদাই আঁকা।


বিজ্ঞান বলে বারো বছরে
হরমোন দেয় উঁকি,
শরীর জুড়ে পরিবর্তনের
জোয়ার নামতে দেখি।


দর্শন বলে বারোর দিনে
জ্ঞানের বিকাশ হয়,
সাহিত্য মানে বারোর ক্ষণে
কৈশোরের অভ্যুদয়।


বারো কিংবা চোদ্দ হলো
জীবন যুদ্ধের মূল,
পরিচর্যা ও সহচর্যে হয়
আগামী দিনের ফুল।


ঈশান সোনা পূর্ণ করলো
আজকে বারো বছর,
আশীষ দেবেন গুরুজনেরা
আর সকল ঈশ্বর।


বিঃদ্রঃ- আমার ছেলে বারো বছর বয়স পার করলো আজ। আপনাদের আশীর্বাদ পাথেয়