কবিতা:-বসন্তের আগমনে
✍️ মনোজ ভৌমিক


পল্লবিত বৃক্ষরাজি কুসুম কানন,
উদিছে রক্তিম ভানু পুবের আকাশে।
প্রকৃতির বুকে দেখি নবজাগরণ,
পক্ষীকূল করে রব বসন্ত বাতাসে।


কলিদের বক্ষ চুমে ভ্রমর খেলিছে,
রঙিন পাখনা মেলে উড়ে প্রজাপতি।
দখিনা সমীর আজ পরাগ সিঞ্চিছে,
অরূপ সজ্জায় সাজে বিষন্ন প্রকৃতি।


আম্রকুঞ্জে কুহু ডাকে দুষ্ট পরাভূত,
কুঞ্চিত পুঞ্জিত শত বিরহ বেদনা।
প্রেমিক মনেতে প্রেম হয় জাগরিত,
সমাপন হোক যত হৃদয় যাতনা।


ফাগুন অরূপ হোক ব্যর্থ দীর্ঘশ্বাস,
বসন্ত বিহারে এসো নিয়ে সে বিশ্বাস।