কবিতা:- বসন্ত এসেও আসেনি
কবি:- মনোজ ভৌমিক


আকাশ আয়নায় দেখছি যে আজ মনের ছবি ঘোলা,
ঐ খানেতে টুকরো কাঁচে আজ নানান রঙের মেলা।
দিগন্তের ঐ ধোঁয়াশা সবুজে লাল হলুদের খেলা,
দেখছি দূরে নীলের মধ্যে সাদা রঙেদের ভেলা।
বলছে সবাই আজ নাকি গো বসন্ত উৎসব বেলা,
দখিণা হাওয়া ঘুমিয়ে গেছে আজ সব হারানোর খেলা।
শিমুল পলাশ তোমায় খোঁজে,কাঞ্চনদের বড়ই যে অবেলা,
কৃষ্ণচূড়া দাঁড়িয়ে যে আজ!তার কি রঙ হারানোর বেলা?
পলাশ শিমুল লাল হয়েছে,তাদের নেই কো কিছুই মানা,
এখন মনের কোনে বে-সুরো গান কোনো তাল যে মেলে না।
আমার কবিতা গাঙচিলেতে ওখানে শুকনো যে নদী নালা,
তোমার গানটা মেঘনা-যমুনা পদ্মাতে নাউয়ের দোলা।
বাউল বাতাস মন ছুঁয়ে যায় কোয়েলের নেই দেখা,
আবার কবে বলবে তুমি "কাছে এসো না গো সখা।
আবির গুলাল তৈরি দেখো কোন রঙটা তুমি নেবে?
চাঁদ জ্যোৎস্না লুকিয়ে তুমি আমায় কি খুঁজে পাবে?"
সপ্ত রঙের মধ্যে যে আমি  সবুজ রঙটাই খুঁজি,
আজ বসন্ত দিনে ঐ রঙটা আমায় দেবে বুঝি!
হঠাৎ করে বাসন্তী হাওয়া চৈত্রেতে পা দিল,
উড়ে গেলো আমার চোখের সব সুখ স্বপ্নগুলো।