কবিতাঃ- বসন্ত
✍️ মনোজ ভৌমিক


তোর জন্যেই বাহার আসে
রাঙিয়ে ফাগুন মাস!
তোর জন্যেই পলাশ হাসে
নিয়ে প্রেমের উচ্ছাস!!


তোর জন্যেই কৃষ্ণচূড়ার
সাজটাই অপরূপ!
তোর জন্যেই ভালোবাসার
দেখি যে কতই রূপ!!


তোর জন্যেই সবুজ বনে
ফোটে নানান ফুল!
তোর জন্যেই আমের শাখে
ফোটে অজস্র মুকুল!!


তোর জন্যেই পাহাড় প্রাণ
হয় বড়ই সবুজ!
তোর জন্যই কোকিল ডাকে
প্রেমিক মন অবুঝ!!


তোর জন্যেই দখিনা বাতাস
লাগে যে সুমধুর!
তোর জন্যেই ভালোবাসা
আজও হয়নি দুর!!


তোর জন্যেই চাঁদনী রাতে
কবিতারা জেগে ওঠে!
তোর জন্যেই ভাবনা গুলো
রঙের নেশায় ছোটে!!


তোর জন্যেই আবালবৃদ্ধবনিতা
খেলে রঙের হোলি!
তোর জন্যেই আগুন জ্বলে
অশুভ শক্তির বলী!!


তোর জন্যেই ভাবনা বলে
কোথায় তুমি যাও?
তোর জন্যেই হৃদয় বলে,
মন রাঙিয়ে দাও..


তোর জন্যেই সাগর নদে
ওঠে বড় কলতান!
তোর জন্যেই আজো অমর
রবি ঠাকুরের গান।