কবিতা:- বৃহন্নলা যৌবন
            মনোজ ভৌমিক


আগুনি পথে হাঁটছে বৃহন্নলা
হেমন্তী আবেশে পরকীয়া ছলাকলা।
হৃৎ যৌবন জাগন্ত মনরোগ,
আটপিঠে রোদে পুড়ে যায় সব শোক।
চালাক লোমড়ী বড়ই চতুর চোখ,
মানুষী মাংসে রয়েছে দারুণ ঝোঁক।
কামিনী বনেতে শেয়ালের উৎপাত,
বন্ধ্যা  দেহেতে জেগে ওঠে ধারাপাত।
কবুতরি চোখে কামনার রূপরেখা,
হরিণী মনেতে কী ভীষণ চতুরতা!
সতীত্ব আগুনে সীতার আর্তনাদ,
মহাভারতের সতীত্বে প্রণিপাত।
হরপ্পাটা চোখের পাতায় দেখি,
মহেঞ্জোদারো মনেতে দিচ্ছে উঁকি!
সময়ের সাথে বেড়ে ওঠা ব্যভিচার,
এ প্রজন্মকে দোষ দেবে কতবার?