কবিতা:- বৃষ্টি বলছে
         মনোজ ভৌমিক


বলছে বৃষ্টি মুখ ফুলিয়ে
আমার সময় কেন বাঁধিস!
তোদেরই চাই স্বাধীনতা
আমার বেলা কেন ভ্যানিস!!
বলনা তোরা থাকবো কেন
একলা আমিই বদ্ধ ঘরে!
ইচ্ছে মনে ঘুরতে ফিরতে
অবাধ গতি ভুবন জুড়ে।
গ্রীষ্ম বর্ষা ঐ শরতটাকে
দেখলাম তো ভালোই ঘুরে,
হেমন্ত কেন একলা মনে!
নাচছি আজ ওকেই ধরে।
ফাগুন তো মনের আগুন
ভিজিয়েছি যে আগের বারে,
দেখবো এবার সময় পেলে
নেবো ওকেও আপন করে।
এই দেখ না কত যে খুশি
নাচছি আপন ছন্দ তালে,
তোদের মত আমার ছবি
সোশ্যাল মাধ্যমে ঝলমলে।
আমিও কিন্তু স্বাধীন হচ্ছি
বকা দিস না আজকে যেন,
বকা দিলেই বুঝবি কিন্তু
লোকে মনচলি বলে কেন!!