কবিতা:- বৃষ্টি চাই
      মনোজ ভৌমিক


চোখের কোল আজ জলে ভরছে অবিরত
আসেনি সে বৃষ্টি যার প্রতীক্ষায় মন রত ,
ভেবেছিলাম আসবে ঠিক ঝরবে অঝোরে
হৃদয় অঙ্গন সিক্ত করে স্বস্তি দেবে ভরে


মনের আকাশে হয়তো জমেনি গাঢ় মেঘ !
রাগ অনুরাগের হয়তো ছিল না আবেগ !!
ভীষণ সাধ নির্ঝর ধারাতে  ভিজতে চাই!
আকাশ ভাঙা অঝোরধারা সেই বৃষ্টিটাই।


হিয়ার মাঝে দাবদাহ বড়ই অসহনীয়!
মনের আকাশে ছুঁয়ে একবার বুঝে নিও।
জমে উঠবে আবার সেই কালো মেঘ বেশ ,
অঝোরে পড়বে ঝরে অভিমানীটা অশেষ।


ভিজে যাবে হৃদয়ের এই রিক্ত শুষ্ক  মাটি,
সিক্ত হবে অবুঝ মন ভাবনা  পরিপাটি।