কবিতা :- বৃষ্টি মিছে জ্বালায়
✍️ মনোজ ভৌমিক


সেদিন তুই ঠিক দাঁড়াতিস
ঝরা বকুল তলায়,
মুঠো মুঠো ফুল কুড়োতিস
না বোঝা সেই বেলায়!


একমুঠো ফুল কোঁচোড়েতে
লুকিয়ে রেখে তুই,
চুপিচুপি বলতিস এসে
গাঁথবি মালা সই?


দুই জন মিলে শুরু হতো
পুতুল বিয়ের খেলা,
মালাবদলের ভাবনাটাতো
বুঝিসনি সেই বেলা!


তারপরেতে কুক-লুকনী
কৈশোরের ছলাকলা,
হয়ে উঠলি বড় চতুর
আমার অবুঝ বেলা!


যৌবন রোদে পুড়লো হৃদয়
না পাওয়া দুটি মন,
স্মৃতিপাতা জ্বলছে আজও
ভেসে যায় দু'নয়ন।


সময় হারা বেলায় কেন
দেখা হলো দু'জনায়?
সে কদম আর ফোটে না রে
বৃষ্টি মিছে জ্বালায়!