কবিতা:- বৃষ্টি তুই...
            মনোজ ভৌমিক


এই দুলালী, মন দোলানী এখন কেন রে এলি?
যখনতখন এলে কি মনে ফোটে প্রেমের কলি!
কাজলকালো চোখটি তোর মুখটি করলি ভার,
এখন কেন চাস রে মনে আসুক প্রেমের বাড়?
বুঝিসনা কেন ওর সনেতে আছি ভীষণ সুখে,
তোর আসাটা আজ যে মোরে ফেললো দারুণ দুখে।
সময়কালে দিলুম ডাক এলিনা কেন তখন?
এখন কেন ভাঙিস ঘর মর্জি নিজ-মতন?
মুখ ফুলিয়ে যাচ্ছিস কোথা উড়িয়ে ও কালো দেহ?
যতই তুই রঙ দেখাস বাসবেনা ভালো কেহ।
সব কথা তোর বুঝি আমি হিসেব ভাঙা ছল,
অসময়ে নাচলে পারে কি তারিফ পাবিরে বল?
আমার তো মন উড়ে সদা থাকেনা মনের দেশে,
এই সময়ে এলি তুই মরবো কেশে কেশে।
মনটাতো ভিজলো নারে তন জ্বালিয়েই গেলি,
এই প্রাণেতে আজকে শুধুই ব্যথার কথাকলি।
সময় বুঝে সময়ে তুই আসতিস যদি কাল,
সবাই তোরে চুমু দিয়েই রাঙিয়ে দিত রে গাল।