কবিতা :-বুঝে নিই আজ সেই শ্রাবণের সুখ
          মনোজ ভৌমিক


একটু না হয় আজকে তুই আমায় ছুঁয়ে যেতিস,
আলতো ছোঁয়ায় শরীরটাকে বুঝেই তুই নিতিস।


এই শরীরে দেখ না রে আজ ভীষণ উষ্ণায়ণ,
তনু ভেজাতে চাই যে আমি,চাই না রে তোর মন।


নকলি কাজল লাগিয়ে চোখে কেন মিছেই তুই হাসিস!
মিথ্যে প্রেমের বাহানাতে কেন আমার কাছে আসিস!!


ভালোবাসাটা আজকে কি তোর এনড্রয়েডের মত!
এ ডাল ও ডাল ঘুরতে ঘুরতে হচ্ছিস কেন হত!!


ওদের প্রেমে যাচ্ছিস যা, আমায় ফিরে কেন দেখিস!
যখনতখন মন দুলিয়ে আমায়  ছুঁতে কেন আসিস!!


আসিস যদি আয় না রে তুই তেমনি আগের মত,
প্রেমের জোয়ারে ভাসিয়ে দিবি হৃদয়ের সব ক্ষত।


কোমর দোলানো স্বভাবটা তোর যদি ছেড়ে দিতিস,
পুরানো সেই ছন্দে তুই আর একবার নেচে নিতিস।


তামসী চুল খুলে দিয়ে হতিস রে বনলতা,
এই শ্রাবণে সদাই আমি ভাবতাম তোর কথা।


এই দেখনা আজকাল আমার মনটা কত্ত উদাস,
হাওয়ার সাথে উড়ছিস তুই,জানি রয়েছিস বিন্দাস।


আয় না আজকে ভরিয়ে দে না,আমার তৃষিত বুক,
তোর পরশে বুঝে নিই আজ সেই শ্রাবণের সুখ।