কবিতা:- বুঝত গোলাপ দিনের মানে
কবি:- মনোজ ভৌমিক


সেদিন দেখি গোলাপ কেনার চলছিলো ভীষণ হুড়োহুড়ি!
মাতাল হয়ে ভীড় করছিলো বৃদ্ধ- বণিতা জোয়ান ছোঁড়াছুঁড়ি।
এমনভাবে করছিলো পরখ,যেন ওরা গোলাপ জহুরী!
ও গোলাপ তোর ভাগ্য বদলানো,ওদিন ছিল কি জরুরী?


এতদিন তো এমনি করে কেউ দেখেনি তোরে?
ওদিন কেন দেখছিলো তোরে ,অমন কামুক চোখে ওরে!
সত্যি গোলাপ!সেদিন তোর ভাগ্যটাই ছিল আশমানী!
বাজার ঘুরে দেখছিলো তোরে,তুই-ই সব চাইতে দামি।


এমনি করে প্রতিদিন যদি, আসতো গোলাপদিন
গোলাপদের চেহারা কি থাকতো এত রঙিন!
ঐ দেখনা রাস্তার ধারে,কত গোলাপ আছে রে পড়ে,
ওদের রঙটা কেউ দেখেনা,আঁধারে যায় হারিয়ে।


এমনি কত গোলাপ যখন, হঠাৎ পাপড়ি মেলে,
মানুষরূপী শয়তানেরা,ওদের পাপড়ি ছিঁড়ে ফেলে।
করনা চেষ্টা,ওদের নিয়ে,যদি গোলাপ বাগান হয়,
ফুটবে ওরা,খেলবে ওরা,দিবি মানুষের পরিচয়।


ও গোলাপ! প্রতিদিন তুই থাকিস না ওরে ওদের বাগানে,
থাকতিস যদি এদের সাথে, আদর পেত,বুঝত গোলাপ দিনের মানে।