কবিতা:- ব্যথিত হৃদয়
           মনোজ ভৌমিক


আমার ঘরেতে আজ দীপ নেভা রাত,
তোমার অঙ্গনে দেখি নতুন প্রভাত।
তাই তুমি আজ মোরে এত ঘৃণা করো,
ঘৃণা তো ঘৃণাই হয়,নয় সে তো বড়।
সাগরের জল দেখো কত না মহান,
শত ঘৃণা জঞ্জালেও অবিচল প্রাণ।
আমি তো সাগর নই,মানুষ যে ভাই,
তাই প্রাণে ব্যথা জাগে আজকে সদাই।


মনে পড়ে আজো সেই দুখভরা দিন,
বলিতাম হেসে হেসে আসিবে সুদিন।
আশাহত প্রাণ তব কাঁদিত সদাই,
সবারে হাসায়ে আমি নিজেরে কাঁদাই।
প্রভুর ঘরেতে আজ এ কেমন লীলা!
যাহাদের ভালোবাসি করে ছলাকলা।