কবিতাঃ- চাই নিরাপদ জীবন
✍️ মনোজ ভৌমিক


বাঁচুক সবাই মুক্ত হৃদয়ে
প্রাণ ভরে নিক শ্বাস,
জীবনের পথে চাই শুধু
নিরাপত্তার আশ্বাস।


নিরাপত্তা যদি নাই-ই থাকে
বাঁচার মানে বলো কি?
পরাধীনতার সেই জীবনে
নিরাপত্তা ছিল নাকি??


আজকেও দেখি অনেক স্তরে
নিরাপত্তার অভাব,
কেউবা মরে আপন দোষে
কারুর থাকে স্বভাব।


এসো আজকে শপথ নিই
একসাথে এই বেলা,
ভেদাভেদ ভুলে বাঁচি সবাই
ঘুচে যাবে কালবেলা।


বাঁচতে চাই কবিতা গল্পে
একে অপরের দুখে,
প্রেম,প্রীতি,ভালোবাসা গান
গাইবো সবার সুখে।


স্বাধীনতার এই পঁচাত্তরে
ভাবনা হোক প্রকট,
নিরাপদ হোক জীবন যাত্রা
নেতা মন্ত্রী হোক সৎ।