কবিতা :- চন্দ্র গ্রহণ
         মনোজ ভৌমিক


আজ কত চাঁদ ডুবে যায় ওই তামসী অন্ধকারে!
আর যারা আছে বেঁচে গ্রাসিত পূর্ণ তিথি অনুসারে।


কেন ও চাঁদ ওঠে জেগে ঐ পূর্ণিমা রাতে!
মধু হাসি কেন হাসে বলো সবার সাথেতে!


চাঁদ কি বোঝেনা চারিদিকে রাক্ষসী হাওয়া!
  ওখানেই কেন ওর এত আসাযাওয়া!!


কপট লালসা হোথা সদা ওত পেতে থাকে,
রক্তিম কামনা চোখে ওরে চেয়ে চেয়ে দেখে।


কুমারী চাঁদের বুকে দেয় ওরা পাশবিক ছাপ,
সুন্দর অবয়বে লাগে কলঙ্কের অভিশাপ।


চাঁদ তুই লুকিয়ে রাখ তোর চন্দ্রপ্রভা,
ওরা তো দেখে না চাঁদ,নষ্ট করে আভা।