কবিতা :-  ছদ্মবেশী ধর্ষক
            মনোজ ভৌমিক


অনিকেত,
তুই আমায় ঠিক করে বলতে পারিস!
এই এক বছরের প্রেমে আমার এই শরীরটাকে কতবার স্পর্শ করেছিস!!
পারবি না তো!জানি,তোর গোনা হয়নি।আমি কিন্তু গুনেছি।
বাহান্ন সপ্তাহের মধ্যে ছাপান্নবার স্পর্শ করেছিস তুই!
প্রতি স্পর্শের অনুভূতিগুলি আমি গভীরতার সাথে উপলব্ধি করেছি...
তোর প্রথম স্পর্শটা আজও আমার হৃদয় উদ্বেলিত করে!
সেদিন তোর মনের রন্ধ্রে রন্ধ্রে ছিল নিষ্কাম প্রেমের গন্ধ।
ঊষশী মন দুটি ভালো 'বাসার' স্বপ্ন দেখেছিলো...
শুধু একবার নয়,বেশ কয়েকবার ভাবনা প্রকট হয়েছিল।
কিন্তু পঞ্চাশের পর তোর ভাবনাটায় আমূল পরিবর্তন দেখেছিলাম!
ছাপান্নতম স্পর্শই আমাদের ভালো বাসার স্বপ্নটা ভেঙে দিলো!!
যখন তুই ওই নির্জন পার্কের অন্ধকারে সামাজিক বৈধতাহীন
পেলব শরীরটাকে নির্বস্ত্র করতে চেয়েছিলি.. ঠিক তখনি।
সেদিন তোর চোখে ছিলো এক হিংস্র জানোয়ারের প্রতিচ্ছবি!
এক্কেবারে এক ছদ্মবেশী ধর্ষকের মত বেপরোয়া!
আমি,কোনোক্রমে তোর থেকে নিজেকে বাঁচিয়েছিলাম...
এবার বল অনিকেত, তুই কি ভালো 'বাসার' মানুষ না ছদ্মবেশী ধর্ষক!!