কবিতাঃ-চির অম্লান গোলাপ


তারিখটা তো তেমনি আছে যেমন সেদিন ছিল,
ভালোবাসার প্রবল স্রোতে শেষের কথা বলো!
আজো কিছুই হয়নি তো শেষ, হয়নি দেহ শ্রী হারা,
তবুও কেন বলছে সময়,ও ফুলে নেই মধু ভরা!


বেহুদা এই সময় কি বোঝে  ফুলের ও বাহার!
এ ভ্রমর তো আজও খোঁজে  ফুলেই শেষ আহার।
বসন্ত তো যায় আসে কিংবা সঘন বরষা,
বৈশাখে উঠুক ঝড়, হেমন্তে ঘন ধোঁয়াশা!


শরতের আলো খেলে দুই চোখেতে আজও,
শীতটা অ-শীত হলেও নেই বার্ধক্য সাজও।
ও হৃদয়ে ক্লান্তি নেই, মনেতে অসীম উচ্ছাস,
শত সহস্র হেমন্ত ছুঁলেও রবে ও বিন্দাস।


সাগর বুকে উঠলে তুফান উথাল পাথাল নদী,
ভালোবাসায় আগলে রাখে নাওটি নিরবধি।
মন্দ হাওয়া বইলে পরে পালটি কষেই ধরে,
মানব প্রেমের অসীম শক্তি নিজ দেহেই ভরে!


হাজার গোলাপ কম পড়বে আজ তোমায় দিতে গিয়ে,
ছাব্বিশ নয়,একটি গোলাপ নাও আমার পানে চেয়ে।