কবিতা :-চির শান্তির আশ্বাস
মনোজ ভৌমিক(দুর্নিবার কবি)


পৃথিবীর হাত ধরে টেনেছি আমি...
চিৎকার করে কেঁদেছে সে কত...চোখ দু'টি নমি।
বলেছে সে,"ছেড়ে দাও আমারে,কলঙ্কিত আমি।"
তবুও ছড়ি নাই তার হাত।
বলেছি,"কলঙ্ককের ভাগিদারীত্বে আমিও আজ!"
হতবাক! বিষ্ময়ের ভাষাতে,জিজ্ঞাসা করেছে আমারে,
"তুমিও কি তাহলে আর এক ধর্ষক!"
লজ্জায় নত হয়েছে তখনি আমার মস্তক।
ধীরে ধীরে লজ্জানত মুখটি তুলে,
বলেছি তারে মৃদু স্বরে,"না হলেও,
আমিও যে ওদেরই লোক!"
ক্ষমা করো মোরে।আমার সীমিত পরিসরে,
তোমার কলঙ্ককের কালি,মোছাতে চেষ্টা করবো ধীরে ধীরে।
অনুরোধ আমার,আমারে যেও  না ফেলে;
এই হিংসা-বিদ্বেষ-স্বার্থের কারাগারে।
যদি তুমি নি:শেষ হতে চাও চিরতরে;
কলঙ্ককের সমস্ত কালি,দিয়ে যাও আমার শরীরে।
যদি আমি তোমার আগেতে, এ দেহ ছেড়ে চলি,
যেন এই শান্তিতে মরি;
পৃথিবীর কলঙ্ক আমি নিয়েছি নিজ দেহে।