কবিতা:-চব্বিশ জোড়া বসন্তদিনে শীত
             মনোজ ভৌমিক


সামনে এসে আজ বলছে যে শীত,"এখন আমি যাই....
ঐ বসন্ত এলো তোমার দোরে,কেমনে হেথা দাঁড়াই..!!"
বলি ওরে আদর দিয়ে,"এবার যেতেই তোমায় হবে,
এই তো সবে চব্বিশ, কেন এই শরীর জুড়ে রবে...!!!


প্রিয়ার চোখে আজো দেখি আমি রাত জাগানিয়া সুখ,
সেই সুখকেই করি উপভোগ,আনন্দে ভরা বুক।
হিমেল হাওয়ার বিদায়ীক্ষণে দখিনা আলাপন,
এখন আমি অপারগ সোনা তোমায় দিতে আমার মন।"


শীত ঘুরে কয়,"জানি বন্ধু,নিচ্ছি তবেই ছুটি,
চব্বিশের এ বসন্ত নিয়ে খাও গো লুটোপুটি।
প্রতি বছর এই দিনেতেই যাবো গো আমি ফিরে,
আবার তোমার মন জ্বালাবো,শরৎ গেলে ঘুরে।


ঐ দেখো না বেল জুঁই আর কাঞ্চনফুলের শোভা,
অশোক পলাশ হাসছে...দেখো কৃষ্ণচূড়ার প্রভা।
তোমার প্রিয়ার লজ্জা রাঙা মুখটি তুলে দেখো,
চব্বিশ হোক যেমন তেমন পঁচিশে আমায় ডেকো।"


শীতের আবেশ জড়ানো চোখেতে প্রিয়া আমারে দেখে,
আবেশী স্বরের মধুরতায় মনেতে কোয়েল ডাকে।