কবিতা:- ডাক্তার তুমি
✍️ মনোজ ভৌমিক


ডাক্তার যখন হয়েছো তুমি ধর্ম বিমুখ কেন?
মানবিক ওই কর্মটা তোমার তুচ্ছ হচ্ছে যেন!
মানব সেবাটাই তোমার যদি শ্রেষ্ঠ ধর্ম হয়,
সেবব্রতে আজ তুমি কেন মৃত্যুকে করছো ভয়!


দেশ হিতে সৈনিকেরা দেখো কাঁটাতারে দেয় প্রাণ,
ওরাও তো কাল শোনাতে পরে  নিজস্ব ফরমান।
ভাবনাকে সজাগ রাখো ঈশ্বরের পরেই তুমি,
রোগ-ভোগে তোমার পায়ে মাথা ঠেকায় বিশ্বভূমি।


আজ কেন ধর্ম বিমুখ! কেন নিজের জন্য বাঁচো!!
সময়টাকে দুর্ভাবনায় কেন এ সময় যাচো!
তোমার সাথে রয়েছে সস্ত্র সাবধানতা নেবেই,
রোগগ্রস্ত ঐ মানুষগুলো চিকিৎসা তবে পাবেই।


জেগে ওঠো আজ নির্ভীক মনে তুমি মানব শ্রেষ্ঠ,
জীব সেবাই তোমার ধর্ম  জীবেরে দিও না কষ্ট।


বিঃদ্রঃ- সময়ের কিছু ডাক্তারের উদ্দেশ্যে লেখা।