কবিতা:- দাম্পত্যে মুখবই (ফেসবুক)
            মনোজ ভৌমিক


তোমার আমার ব্যথাকথাটা আজকেই হোক না শেষ,
ঘরের মধ্যে দম আটকে হচ্ছিলে তুমি নি:শেষ।
এবার বলো, খোলা হাওয়াতে লাগছে তোমার কেমন?
মুখ বেঁকিয়ে বললে তুমি," বলবো না তো আমি এখন।"
এই কথাতেই হৃদ-সমুদ্রে উঠল ঢেউ জোরে,
মনের মধ্যে এখন ওদিনের রাত-কথাটা যে ঘোরে।
সেদিন রাতে ঘুমের ঘোরে নাকি "হামি" দিয়েছি তোমায়!
বিড়বিড়য়ে বলেছি কথা,সেটা  প্রেম-গল্প শোনায়!
তারপরেতে দক্ষযজ্ঞ, " মুখবই- এর এফেক্ট,
শত প্রতিশত সত্য হবে,মনেতে আমি পারফেক্ট।"
এরপরেতে বাড়তে দিইনি একটিও আর কথা,
জানি আমি একটু যদি আগেবাড়ি পাবে মনেতে ব্যথা।
সিদ্ধান্তে এলাম,ছুট্টি নিয়ে দু'দিন কোথাও ঘুরি,
ভেবো না তুমি এটা আমার ঐ রাত-কথার মজবুরী।
কাজে কাজে সদা ব্যস্ত তুমি,সেই সকাল থেকে রাতে,
তাইতো সে রাতে চেয়েছিলাম স্পর্শ সুখ দিতে।
না শুনে কোনো কথাই, বললে," মুখবইটাই সতীন।"
ক্যামনে বোঝাই এ কথাটা, মন হয়েছে তোমার হীন।
এখন তুমি বসো হেথা,এই সবুজ ঘাসের উপর।
অবুঝ মনটা রাঙিয়ে নাও,মাথা রাখি কোলের 'পর।
তুমি তো জানো চলছে গ্যাপ আমার অফিস পাড়া জুড়ে,
তাইতো সদাই মনটা এখন কবিতাতে ঘুরেফিরে।
বোঝোনা কেন মুখবইটা আজ দুনিয়া এনেছে হাতে,
তোমায় সময় কমিয়ে দিয়ে,আজ থাকি যে তার সাথে।
রাগ কোরো না লক্ষীটি, আজ বয়স পেরিয়ে গেছে,
তোমার আমার এ চব্বিশে আসবে না কেউ কাছে।
দু'দিন গেলো ভালোই কেটে,দারুণ  আনন্দ-সুখেতে,
মুখবই রইলো পকেটে,চলো দেখি,"হামি" ছবি, হলেতে।