কবিতাঃ- দাও ফিরে সেই বন্যতা
✍️ মনোজ ভৌমিক


পশুপাখি জীবজন্তুর আজও নেই তো কোনো ধর্ম !
ওদের সমাজে নেই তো তাই সাম্প্রদায়িকতার বর্ম!!
মুক্ত প্রাণে বাঁচতে চায় সদাই সঙ্ঘবদ্ধ ভাবে,
ভাবে না ওরা মানুষই ওদের অকাল মৃত্যু দেবে!


"মানুষ" শব্দের প্রকৃত অর্থ আমরা কি আজও বুঝি!
ভাবনা আজও ঠুঁটো জগন্নাথ দুর্ভাবনাই খুঁজি!!
বন্য ছিলাম সভ্য হলাম গড়লাম বিভাজন,
বিভেদ হলো মানুষে মানুষে সামাজিক প্রয়োজন!


না হয় যেন সত্যি ছিল সময়ের সেই ছবি,
ধর্ম কেন বিভেদ আঁকলো!প্রশ্ন করেন কবি।
জাতের নামে বজ্জাতিটাও এই মানুষেরই মনগড়া,
সময়ের সাথে সাম্প্রদায়িকতায় রক্তাক্ত সসাগরা!


দেশ বিভাজন,ঐ ধর্মের কারণ,আজ মসনদ গড়াতে তাও,
ধর্ম সওদাগর বলছে এখন,মহাপুরুষী ভাবনা তফাৎ যাও!
মানুষের মাঝে ফিরুক হুঁশ জাগুক মানবতা,
চাই না এ হিংসা বিদ্বেষ দাও ফিরে সেই বন্যতা।