একটা রাখী দেবে কি আমারে!
যে রাখীর বিনুনীতে, বাঁধা আছে,
নিরাসক্ত-সৌম্য-শান্ত-প্রেম ভাবনা একেবারে।
সেই রাখীটা পরাবো আমি পৃথিবীর হাতে।


পৃথিবী অনাথ আজ!
কেউ নেই তার সাথে।
আপন শৌর্য-বীর্য প্রতিষ্ঠার অজুহাতে;
দগ্ধ করেছে সবাই,ওর কোমল হৃদয়টাকে।


ঝড়-বৃষ্টি-রোদ্দুর, সোনালী-সবুজ,
সবাই হয়েছে আজ অনেক অবুঝ।
শরীরে হানাহানি,আগুনের ঝলকানি;
চামড়ায় ধরেছে ফাট,
হৃদয়ে হতাশার আহাট!
চোখে কেবলি অন্ধকারের হাতছানি।


দেবে কি একটা রাখী!
যদি বাঁধতে পারি ওর হাতে,
গভীর প্রেমের সাথে,ধর্মের ধোয়া জলে,
একনায়কত্বের ভাবনা থকবে না যেথা একেবারে।


সৌম্য ভাবনার বর্ষাতে
যদি ফেরে ওর প্রাণে,সজীবতার মৃদু শিহরণ!
সে রাখীর মূল্য যদি,প্রাণের চেয়ে হয় গো দামি;
তবু আমি দিতে রাজি।
দাও না আমারে, তেমনি একটি রাখী!