কবিতাঃ- দাঁড়কাক
✍মনোজ ভৌমিক


ধুঁকছে পৃথিবী, দাঁড়কাক তোলে রব।
চাই যুদ্ধ,চাই তরতাজা শত শব।
বাজেদের হাসি শুনেছিল সেই কবে!
হয়তো সেটা কোনো অমারাত্রিই হবে!!


গৃধিনীরা হোথায় ফেলছে দীর্ঘশ্বাস,
দাঁড়কাক আজ খেয়ে যায় মৃত মাস।
ভীষণ অতৃপ্তি পচা মাংসের স্বাদে,
'আরো চাই রবে' সময় পড়েছে ফাঁদে।