কবিতা:-দেবতা কি ঘুষ নেয় এখানে
কবি:- মনোজ ভৌমিক


জীবনের যত কথা না নিজেরে বলেছি,
তার চেয়ে বেশী কথা তারেই শুনিয়েছি।
কখনো শুনেছে সে কথাগুলি গভীর নিষ্ঠাতে,
আবার কখনো শুনেও আনশুনি থেকেছে।
হয়তো সমস্ত কথা ওর গোচরেতে আছে,
নয়তো আমার কথা পাগল-প্রলাপ ভেবেছে।
তবুও প্রতিদিন আমি আসাযাওয়ার পথে,
ভক্তিভরে শুনিয়ে যাই ব্যথাকথা তার সম্মুখে।
আজকাল কিছুই বলেনা ও চুপচাপ থাকে,
হয়তো আমার কথা ওর ভালো না লাগে!
ধীরে ধীরে চলে যাই দারুণ অনুরাগে,
ক্ষাণিক দূরে গিয়ে পিছন ফিরে দেখি,
বিবিধ ফলে-ফুলে-মিষ্টান্নে নৈবেদ্য সাজায়ে,
অপরূপ সৈন্দর্য্য নিয়ে কেউ হোথা দাঁড়িয়ে!
কী সব বলছে কথা সহাস্য বদনে।
দূর হতে দেখি তার চমকিত আঁখি,
হয়তো পূর্ণ হয়েছে তার অপূর্ণ সাধটি!
যদিনা দাও পরিপূর্ণ উপঢৌকন তারে,
দেবতা কী সন্তুষ্ট হন না একেবার?
তবে কি ও মন্দিরে দেবতা নাই ওরে!
থাকলেও উনি কি দুখীর কথা না শোনে?
লোভী মানুষেরা কি আজ ওখানে বাস করে?
মানুষের ছদ্মবেশে দেবতা কি ঘুষ নেয় এখানে?