কবিতা :- দেখো ওদের চোখ খুলি
          মনোজ ভৌমিক


শীত যদি নাই বা আসে বলো ওদের হবে ক্ষতিটা কি!
শরত স্নিগ্ধ আলোর ছটা ওদেরকে ভালোবেসেছে কি!!
বর্ষাটা তো ভাসালো শহর ফুটপাতটাও ছেড়েছে কি!
গ্রীষ্মের সূর্যি এসে হেথা ওদের পিঠটা পোড়ায়নি কি!!


শিশির চোখো হেমন্ত কি ওদের গায়ে হিম দেয়নি ঢাকি!
দখিনা হাওয়ার বসন্ত কি ওদের মনে দিয়েছে উঁকি!!
গরম আসুক আর বর্ষা নামুক আমরা ভুলি বেমালুম,
শীতের ব্যথা রেখে মনে এসি ফ্যানটা না হয় চালালুম।


যদিওবা শীত আসে হেথা,ওদের কথা বলো ভাববে কে!
যে ইমারত গড়ছে ওরা, বলো ওইখানেতে থাকবে কে!!
ওরাও কিন্তু ভালোই থাকে ভাবে না ঋতুর ভাবনাটা,
খোলা আকাশ ঘর যে ওদের মাটিতেই রচে বিছানাটা!


তোমরা এখন ভাবতে থাকো নবান্ন আর পিঠেপুলি,
মনের দুয়ার খোলো এবার  দেখো ওদের চোখ খুলি।