কবিতা:- দেখ সেই মা ওরে
              মনোজ ভৌমিক


আবার যবে জন্ম নেবো, এ ধরার মাঝে,
দেখি যেন মাগো শুধু নিত্য নতুন সাজে।
ঘোমটা মাথে লাল টিপ , সূর্য ওই ভালে,
সবুজ আঁচলে দেহ মা দেখবে সক্কলে।


আলতা চরণ ,বাজবে নূপুর নিক্কনে,
হাসির ঝলকে মাগো,  মুক্ত ঝরে ভুবনে।
পাগল হয়ে দেখবো মা, তব অরূপ রূপ,
কোলের পরে  মাথা রেখে ভুলবো সব দুখ।


আজ এ হৃদয়ে মাগো তীব্র দহন জ্বলে,
দেখি ওরা ধর্ম নিয়ে ভাগাভাগির ছলে।
রিক্ত আমি, নি:স্ব , এ বিশ্ব চরাচরে,
আবার এলে আসবো লোহার বর্ম পরে।


বলবো,"দেখ চেয়ে,এ মা কই ত্রিভুবনে?
বর্ণ,ধর্ম ,জাতি না, সন্তান যে চেনে।
আসে মূঢ়, দাম্ভিক, অর্থ পিশাচ জনে,
বলে,"মা, তুমিই সেরা, রহ মুক্তি কাননে।"


সেদিন মা দু'হাত তোর রাখিস এই শিরে,
বুক বাজিয়ে বলি যাতে ,"দেখ সেই  মা ওরে!"


বি:দ্র:- আমার ভুলে কবিতাটি ডিলিট হয়ে গেছিলো।