কবিতা :- ডেকো না আমারে
              মনোজ ভৌমিক


হয়তো তোমার সাথে দেখা হয়েছিল কোনো এক বসন্তে,
দখিণা সমীরণে মন নিয়েছিলে তুমি মনেরই অজান্তে!
সুমধুর হাসিতে বলেছিলে জীবনের সকল ব্যথাকথা,
দু'টি মন এক হয়ে বলেছিল,"এ ফাগুন ভুলবো না সখা!"


কেটে গেছে কত মধুরাত জ্যোৎস্না মাখা তুমি ছিলে চাঁদ!
প্রজাপতি রঙ মেখে নিয়েছিনু সে প্রেমের আশ্বাদ।
মন মাঝে কেবলি'তুমি' 'তুমি'  উচ্ছসিত নদী কলতান!
তোমার মুখচ্ছবিতে ভরে যেত এ মন-মাধবীবিতান।


চোখেছিল কৃষ্ণচূড়া হাসি কখনো হয়নি উদাসী,
একটু কাছে পাওয়া, কথায় দেওয়ানেওয়া  একটু হাসি।
বন্ধু,এ জীবনে  এর চেয়ে বেশী কিছু তো ছিল না চাওয়া!
আজ হেথা শুষ্কতায় বসে ঘৃণায় নিজেকে হারিয়ে ফেলা?


জানি, তোমার এ বসন্তে নতুন ভ্রমরের আনাগোনা,
একি তব কুহকিনী প্রেম ছিল! কেন মন তাও মানে না!
জানি বন্ধু,আমার এ বসন্তে এসেছে ভাঁটার প্রকোপ,
তাই আজ তোমার 'নব- বসন্ত' দিনে নিচ্ছি বড়ই শপথ।


তুমি রও নব বসন্ত সুখে,আমি তোমা হতে যাব দূরে,
হৃদয় ভাঙা অনুনয়,পারো যদি ভুলে যেও গো আমারে।
নিরাশার অন্ধকারে জ্বলে ওঠা এ রিক্ত প্রদীপ,
বলো না, কে কবে ভালোবেসেছে তাকে?তাই বুঝি নেভাও এ দীপ!!


যদি কোনোদিন হয় গো দেখা এ জীবনের কোনো এক মোড়ে,
ডেকো না আমারে সেদিন মধুস্বরে,এ চেনা নামটি ধরে।