কবিতা:- দেশ ভাবনা জাগাও
কবি:- মনোজ ভৌমিক


বিশ্বাসটাকে অবিশ্বাসের কালকুঠরীতে বন্দী করেছে আজ সব্বাই,
কেউ হাতড়াচ্ছে মানবিকতা,কেউ মনুষ্যত্ব,কেউ বিবেককে দিচ্ছে জবাই।
এই কথাটি একলা ভাবছি না আমি,সবাই ভাবে,আবার ভাবে না আজ কেউ,
স্বাধীনতা কথাটা শুনলেই সবার মনে জাগে যুগান্তরের ঢেউ।
আমি কিন্তু দেখিনি স্বাধীনতা, কেমন করে পাহাড় কেটে এলো!
ইতিহাসটা সেখায় আমায় পরাধীনতার যন্ত্রণাটা কেমন ছিলো।
স্বাধীন দেশের আমরা বলি আজ স্বাধীন নাগরিক,
গভীরভাবে ভাববে যখন, লাগবে তোমায় ধিক।
মানবিকতা "ধর্ম" নিয়েই দেখো হচ্ছে কেমন বুড়ো,
মনুষ্যত্ব আদম-ইভের আপেলেতেই আজ নুড়ো।
বিবেকটা দেখো সত্তরেতেও দলিত নিয়ে করছে আনাকানি,
আসল দলিত আছে কারা?আধার লিংকে কি চোখ রাখো নি?
এ কথাটি বলছি না আমি আজ পক্ষপাতিত্ব করে,
সত্যকারের দেশভাবনা আছে কি তোমার অন্তরে!
এ দেশটাকে বিশ্বমানে যদি দাঁড় করাতে চাও,
সকল বিভেদ ভুলে সবার মাঝে দেশভাবনা জাগাও।
তখন এই খানেতেই দেখবে তুমি আমেরিকা - লন্ডন,
স্বার্থান্বেষী মানুষগুলো মাথায় হাত রেখে করবে যে ক্রন্দন।