কবিতাঃ- ঐ ধর্ম ঘুমোক হেথায়
          মনোজ ভৌমিক


মৃত অবয়ব প্রশ্ন করে, বলো তোমার ধর্ম কি?
ধর্মকে যেন বর্ম পরে হেথা মুখ লুকোতে দেখি।


ধর্ম নিয়ে যুদ্ধটা যেন আজকে  নীরব ইতিহাস,
মানুষ এখন গৃহবন্দী, ভাগ্যের একি পরিহাস !!


সময় যেন বুঝিয়ে দিলো মনুষ্যত্বই আজ শেষ কথা,
সমস্ত রকম ভেদাভেদ ভুলে একাত্ম হতে হবে হেথা।


ঈশ্বর দেখি মন্দিরে নেই ভক্তের নেই দেখা ,
মসজিদে আর আজান পরে না আল্লাহ আজ একা ।


গির্জা-ঘন্টা বাজায় না কেউ  নীরব হাওয়ায় দোলে,
এখন আর চিৎকার নেই  " আমার! আমার!" বলে।


পৃথিবীটা যেন থমকে গেছে মহা যুদ্ধে হেরে গিয়ে,
বিস্ময়কর মানুষের চোখেই আতঙ্ক গেছে ছেয়ে।


প্রশ্ন এখন সবার চোখে দেবতা হেথায় কারা?
এ মারণযজ্ঞে নিরলসভাবে অতন্দ্র প্রহরী যারা।


প্রাণ যদি না থাকে এ দেহে ধর্ম থাকবে কোথায়!
বিপর্যস্ত মানবতায় ঐ ধর্ম  ঘুমোক হেথায়।