কবিতা:-ধর্মের দোহাই দিয়ে,এ রক্তাহুতি চলবে কত দিন!
কবি: মনোজ ভৌমিক (দুর্নিবার কবি)


সভ্যতার পীঠে পড়লো আজ সাতটি চাবুক!
ব্রাহ্মাণের ব্রহ্মণত্ব আজ হয়েছে নাজুক!


সনাতন কলঙ্কিত আজ সনাতনী দেশে;
এ কেমন দুষ্ট ভাবনা দেখালি তুই অঘোরীর বেশে!


তান্ত্রিক তুই,ধর্মের আবরণে,হীন-জঘণ্য প্রভুত্ব চরিতার্থে,
পুষ্পসম আপন পৌত্রিরে,কেন বধিলি তুই সূচের আঘাতে?


ছদ্মবেশী  মাতৃত্বের ঊলঙ্গ শরীর 'পরে বসে,
এ কোন ধর্মের সূচ ফোটালি আজ সভ্যতার বুকে?


এ কোন ছলনাময়ী মা তুই?আজি এ বিশ্ব চরাচরে!
কোন সিদ্ধি কামনার্থে সাথ দিলি পাষন্ড কাপালিক শ্বশুরে?


ব্যভিচারী।দুগ্ধপোষ্য শিশুটিরে আহুতি দিলি কোন অভিলাষে?
দশমাস দশদিন! প্রসব বেদনা! সেও কি ছিল তোর অগোচরে!


বল ওরে, তোরা কয় জ'নে মিলে,এই অসভ্য চক্রব্যুহে;
কত শিশু? কত নারীর? দিয়েছিস রক্তাহুতি নিদারুণ পৈশাচিক অভিযানে!


যে দেবীর অঁন্ধ-সাধনায় তোরা নিজদের করেছিলি ব্রতী;
সে দেবী কি দেখে নাই সর্বনাশী,হতচ্ছাড়ী নারীর কুকীর্তি!


পুরুলিয়া সহ দেশের মৃত প্রসাশন;
কাগজে-কলমে-মিডিয়াতে দেয় কেবলি ধিক্কার ভাষণ।


জানি, তোরা আইনের তলপেট কেটে, বেরোবি একদিন।
ধর্মের অজুহাতে, তোদের কালোদাগ হয়ে যাবে লীন!


সভ্যতা তাকিয়ে দেখে, আলো তার হয়ে আসে ক্ষীণ।
ধর্মের দোহাই দিয়ে, এ রক্তাহুতি চলবে কত দিন?



বিঃদ্রঃ- সম্প্রতি পশ্চিম বঙ্গের পুরুলিয়া জেলার পৈশাচিক শিশু হত্যা কান্ডকে নিয়ে এই কবিতা।