কবিতাঃ- ধর্মই বিষ
✍️ মনোজ ভৌমিক


তোমার ধর্ম আমার ধর্ম
ভাবনা কিন্তু একই,
মানুষের মাঝে বিভেদ এঁকে
ঈশ্বরেই দিই ফাঁকি।


পাহাড় হতে নামছে ঝর্ণা
সাগরেতে নদী মেশে,
সমতলে বইছে সুখে
দেহ ভরে যায় বিষে।


সময় ডুবছে অন্ধকারে
সভ্যতা ধর্ম অহঙ্কারে!