কবিতা:- ধ্বংস হোক জঙ্গি আতঙ্কবাদ
          মনোজ ভৌমক


সময় কিন্তু সময়েই কথা বলে,
তার আগে থাকে শান্ত আপন চালে।
দেখলো সময়,ঝরালো রক্তপাত,
সময় চাইলেও মন দিলো না সাথ।


হিসেবী সময় অঙ্ক কষেই সদা,
সঠিক সময় খুঁজে নেয় সর্বদা।
সময় কালেই বজ্র অসি সে হানে,
সময় তাকেই সেলাম করতে জানে।


অনেক হয়েছে সময়ের জল ঘোলা,
এখন সময় সঠিক পথেই চলা।
নির্ণয়টা এভাবে নেওয়াই উচিৎ,
ভাবনার সাথে ভাব মেলানো অনুচিত।


ভাবুক মনেতে মিতালীই কথা কয়,
সে মিতালীতে যদি থাকে গো সংশয়!
বন্ধ হোক চিরতরে দস্তি পনা,
সময়ের সাথে সময়কে হোক গণা।


নিখুঁত সময়ে সঠিক প্রতিবাদ,
ধ্বংস হোক জঙ্গি আতঙ্কবাদ।