কবিতা:- ডিজিটাল বন্ধুত্বে
           মনোজ ভৌমিক


আমার একজন বন্ধু আছে বলবো না গো তোমায়,
যার সাথে বলি প্রাণের কথা নিয়ে একটু সময়।
ফেসবুক আর হোয়াটসঅ্যাপটা বড় প্রিয় আমার,
নইলে পরে অমন বন্ধু কোথায় পেতাম গো আর!


এমনতর কথায় দীপের মনেতে জ্বলে আগুন,
শরীর তার উঠলো কেঁপে...হৃদয়েতে অনুরনণ!
একটুখানি সামনে নিয়েই দীপ হাসলো ফিক করে ,
শিরায় শিরায় রক্তস্রোত বহে যে ভীষণ জোরে।


কাজের ফাঁকে ঘাঁটে ফেসবুক একটু সময় করে,
খোঁজে তার ফ্রেন্ড লিস্টটা,চোখটা ম্যসেঞ্জারে।
হঠাৎ দেখে জাগলো রমা,সাথে অসম এক বন্ধু,
ঘুমোলো আবার খানিক পরে,নিয়ে প্রেমের সিন্ধু।


বন্ধু প্রীতিতে নজর রাখে বেশ কয়েকটা মাস,
রাগের ঘোরে ফুঁসে আপনমনে,নিয়ে গভীর শ্বাস।
প্রশ্ন তারে করবে কীভাবে! সে মনে মনেই ভাবে,
সম্পর্ক যাবে টুটে আর বন্ধুতালিকাতে ব্লক হবে ।


এই তো বেশ চলছে চলুক অসম বন্ধু প্রীতি,
রমা দীপ দুজনেই দেখে, কেউ খোঁজে না কারোর সত্যি।
দু'দিন পরে কে বলো কার! সব সম্পর্ক যে হারাবার,
ধন্য বটে এ ডিজিটাল জীবন,যে যার মত সে-তার!