কবিতা:- ডিজিটালে
              মনোজ ভৌমিক


অফিস পাড়ার বিয়োগ ব্যথা থাকনা পড়ে,
তোমার সাথে হোক না কথা ম্যসেঞ্জারে।
ঝিনুকভেঙে মুক্ত খোঁজার ছলটা দেখি,
ভরা পুকুরে রাঘব বোয়াল ঘুরছে নাকি?


ঘুরলে পরে তোমার আমার হবেটা বা কি?
গাঙচিলের ঐ ধূর্ত মাছে ঠোঁটটা দেখি!
ওই নদীটা বইছে যে আজ ভাঁটার টানে,
কোন মাছটা বেরিয়ে গেলো, ঐ জালই জানে।


ইলিশগুঁড়ির ঝিমোনো আবেশ সবার মনে,
একটু না হয় হারিয়ে যাই অনলাইনে।
রাতজাগানো স্বপ্নগুলো চোখের কোণে,
একটুখানি ঝালিয়ে নিও মুঠোফোনে।


সিঁদুর রাঙা মুখগুলিও নয় হা-পিত্যেশে,
অতৃপ্ত মন হয় যে আজ সর্বনেশে।
বন্ধু প্রেমে পরাকীয়া ভাসে অথৈজলে,
জীবন এখন বদলে দিলো ঐ ডিজিটালে।