কবিতা  :-দিন শুধু দিন রয়
             মনোজ ভৌমিক


ছোটোদিন বড়দিন সব দিন এখানেই,
সেই দিন খোঁজে ওরা যার আজো দেখা নেই!
তুমি আমি দিন খুঁজি প্রতিদিনই একটা,
ওরাও তো দিন খোঁজে সব দিনই সামটা!


কারা যেন বলেছিলো আসবে ওদের দিন,
হাভাতে জীবনটা যে  আজও দেখি সঙ্গীন!
সারাদিন রোদ আসে শীত এসে কেড়ে লয়,
ভাবনায় দিন আসে দিন শুধু দিন রয়!


ইতিহাস বলে কথা, দিন কেন বৃথা খোঁজা!
দিন যদিও আসে হেথা তোমরা তো পাবে সাজা।
তাই দিন আসে যায় ওরাই থাকে পাহারা।
দিন কেটে রাত হয় নিয়নেতে কথা কয়!


ঝিকিমিকি আলো জ্বলে উঁচু উঁচু ইমারতে,
রোদ হোথা চুপ রয় আঁধারের কালিমাতে।
ছোটোদিন বড়দিন আসুক না যত হেথা,
ফারাক পড়েনা কিছু, ফুটপাতে চুপিকথা।