কবিতাঃ-দিনগুলি গেছে ভেসে
✍️ মনোজ ভৌমিক


মনের দেওয়ালে ঘুণ ধরেছে
হৃদয় নক্সীকাঁথা!
স্মৃতির পাতায় উঠছে জেগে
পুরাতন সব কথা।


আগুনের স্বাদ ছুঁয়ে নিতে চায়
হিসাব কষা এ দেহ,
কেমন করে বোঝাই সবারে
বুঝেও বোঝেনা কেহ।


উপায় তো নেই এ অবেলায়
জীবন যে ভারবোঝা!
সময়ের সুর বড় এলেবেলে
বেঁচে থাকা নয় সোজা।


বলছে বিবেক শেষ সন্ধ্যায়
কেন বলো তারে খোঁজা!
মনের গহীনে কেঁদে ওঠে মন
পায় আজ বড় সাজা।


মধুময় সেই অধ্যায় আজ
নেই তো জীবন মাঝে,
রোমন্থনে বড়ই যে সুখ
সময় হারানো সাঁঝে।


চুঁ কিতকিত, বৌ বসন্ত,
লাফ দড়ি নিয়ে খেলা!
পিংপং বলে বড় হৈ চৈ
ড্যংগুলিতে ছিল জ্বালা।


মনে পড়ে যায় স্কুল পালিয়ে
আম কুড়ানোর দিন,
টাপুরটুপুর বৃষ্টি দুপুরে
বাজতো মনেতে বীণ।


শরৎ আলো চোখের কোণে
খুশি ভরা সেই খেলা,
পূজোর গন্ধে আকুল মন
মহালয়া ভোর বেলা।


শীত ফুরিয়ে বসন্ত এলে
কুসুমিত শিশুমন,
ও বিদ্যাদেবী, আশীষ দিও,
তোমাতেই সমর্পণ।


হারিয়ে গেছে শৈশব কাল
প্রতিযোগিতার রেশে,
চাহিদার কাছে বড় অসহায়
দিনগুলো গেছে ভেসে।