কবিতা:-দরটা ওর থাকবে নাকি
            মনোজ ভৌমিক


পেঁয়াজ! পেঁয়াজ! করছে সবাই, বল না তোর ব্যাপারটা কি!
তোকে নিয়ে যে এত মাতামাতি  তোর সাজানো কোন ছল নাকি !!


রসুন না হয় গন্ধপ্রবণ, ননভেজেতে চাই যে ওকে,
তুই থাকলে গ্রেভিটা বেশ,কাটলে না হয় কান্না চোখে।


গিন্নী বলেন পেঁয়াজ তো চাই নইলে কিন্তু ঝোল ফিকে,
অবাক চোখে দেখেন শ্রীমুখ, দরটা তোর বাড়ালো কে!


সাবেকি ওই ভাবনাটা আজও পরম্পরা হয় দেখি,
চিকেন মটনে দই মাখাটা আগের দিনের রীতি ছিলো কি!


রমেনবাবু কি আর করেন নিলেন বাজার ব্যাগ তুলি,
বাজার গিয়ে হন তাজ্জব ইয়াব্বড় চোখ খুলি!


বাজার তো ভাই রমরমা,পেঁয়াজ করছে যে হেথা সেঞ্চুরি!
স্টেডিয়ামের দর্শক মুক উৎসাহে নেই আর বাহাদুরি !!


খালি ব্যাগে রমেনবাবু ফিরলেন ঘরে ঘাড় গুঁজে ,
শ্রীমতির বড় হয়রানি শূন্য থলিতে পেঁয়াজ খুঁজে!"


"হায়! হায়! হায়! করিটা যে কি ! পেঁয়াজ বিনা তরকারি!!
আজকে তোমায় খাওয়াবো ভাত দেবো পাতে ঝোল ভরি।"


খাওয়ার পরে রমেনবাবু বলেন, "আজ  আমি কি খেলাম!
পেঁয়াজের এই অ্যাডিকশনটা মনের থেকে মুছে দিলাম।"


দর বাড়া সব মানুষদেরকে এড়িয়ে তুমি যাও নাকি!
একটু যদি এড়াও একেও দরটা ওর থাকবে নাকি!!


রমেনবাবু,রমেনবাবু,তোমার মত যদি হতো সবাই,
ভাবতো পেঁয়াজ পূর্বমত হাফ সেঞ্চুরি কি ভাবে ডিঙোই!