কবিতা:- দগ্ধ হৃদয়
             মনোজ ভৌমিক


আমার তো এই শেষ,তোমার হলো গো শুরু,
দেখো পশ্চিমে বৈশাখী মেঘের গুরুগুরু।
প্রেমহারা পাখি ফিরে যায় আপন নীড়ে,
পিয়াসী চাতক আজ তোমাকেই খুঁজে ফেরে।


জীবনের কবিতা গান হলো না একেবারে,
চৈত্রের বুক ফাটা কান্না বয় চিরতরে।
বেদনার ফুলগুলি ঝরে পড়ে অবিরত,
অশ্রু সাগর নীরে হৃদয় হয় যে হত।


ভুলিতে পারিনা আজো সে পুরানো স্মৃতি,
শরীরেতে জ্বলে মন দেয় যে প্রেমের আহুতি।