কবিতা:- দোল বসন্তে সই
            মনোজ ভৌমিক


খুশির দোলায় দুলছে সবাই
পাগল দখিণা হাওয়া,
সকাল সকাল কালো মেঘেদের
কেন গো আসাযাওয়া?
আম্রকুঞ্জে বসন্ত দূত
ডাকছে সদাই কুহু,
প্রেমের রঙেতে রাঙানো ছবি
ভাবনায় দুরু দুরু।
কৃষ্ণচূড়ার হাসিটা কেমন
দেহটি রাঙিয়ে লাল!
উদাসী পলাশ দাঁড়িয়ে হেথায়
স্বপ্ন রাঙা গাল।
রাধাচূড়ার সে সোহাগী ব্যথাটা
রয়ে যাক চিরকাল,
শিমুলের ঠোঁট লাল রঙে রাঙা
স্নিগ্ধ এ সকাল।
বকুল যদি বা আজ ঝরে যায়
বলো ক্ষতি কি বা তাতে?
জুঁই চামেলি আর মল্লিকা তো
রয়েছে আজকে সাথে।
সাতরঙা রঙে এ মন রাঙিয়ে
কৃষ্ণ কথাই কই,
আয় রে হেথা কদম্ব তলায়
দোল বসন্তে সই।